আমাদের ৪ ভাই বোনকে সারাজীবন শক্ত করে আগলে ধরে রাখা হাতগুলো এখন আর আগের মতো মজবুত নেই।এক গ্লাস পানি তুলতে গেলে সেই হাতগুলো এখন থরথর করে কাঁপে আর সেই দৃশ্য নিজের চোখে দেখা যে কি কষ্ট এটা বলে বোঝাতে পারবো না। সেই কাঁপা কাঁপা হাতগুলো দিয়েই এখনও বাসায় গেলে চরম উচ্ছ্বাস নিয়ে আমাদের পছন্দের জিনিষগুলো পুরোটা বাজার ঘুরে কিনে নিয়ে আসেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে আরও অনেকগুলো বছর আমাদের মাঝে সুস্হভাবে বাঁচিয়ে রাখেন আর সন্তান হিসেবে তার সেবা করার আর তাকে ভালোবাসার আরও অনেকটা সময় যেন আমাদের নসীবে রাখেন…..! আমীন…..💕#mobasheramoon16